মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। সততা, নিষ্ঠা আর সঠিক পরিকল্পনায় আমিরাত বর্তমান বিশ্বের নজর কেড়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যাবস্থা খুবই উন্নত।
৭ টি প্রদেশ নিয়ে একটি দেশ হলেও যোগাযোগ ব্যাবস্থার কারনে ১ দিনেই সারা দেশ যে কেউ ঘুরে দেখতে পারেন। অবশ্য যারা আমাদের দেশে আছেন, কোন সময় আমিরাত আসেননি তাদের কাছে ৭ টা প্রদেশ মানে ৭ টা দেশ! যেমন দুবাই একটা দেশ, আবুধাবি আর একটা দেশ। অবশ্য এ রকম মনে করার কারনও আছে, আমিরাতের কোন প্রদেশে একটি কামরায় বসে কোন আয়োজনে বা অনুষ্ঠানে না গিয়ে অন্যজনের লেখার কপি করে কেউ যখন নিজেকে সাংবাদিক মনে করেন! তখন আমিরাতের প্রদেশ গুলোকে ট্রান্সলেশন করলে গুগুলে দেশ দেখতে পারাই স্বাভাবিক!
অথচ আমিরাতের ৭ প্রদেশ দুবাই, আবুধাবি, শারজা, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ এবং উম্ম আল ক্বাইওয়াইন, যোগাযোগ ব্যাবস্থার কারনে চাইলে ১ দিনে ঘুরে বেড়ানো সম্ভব।
মুহাম্মাদ ইছমাইল।
 সম্পাদক, আমিরাত সংবাদ।
 
 
 
























