নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদে গ্যাস লিকেজের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।
তিনি জানান, প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে।তবে ফায়ার, তিতাস, ডিপিডিসিসহ তদন্ত কমিটির সব বিষয় নিয়ে কাজ করা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়। ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দেন।ওই বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। এর মধ্যে শনিবার পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।।
Discussion about this post