টাঙ্গাইলের নাগরপুরে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় উপজেলার ভারড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান খানের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পচঁপসারুটিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি সহ চারজন গুরতর আহত হন।
হামলায় আহত যুবলীগ নেতা হাসান জানান, কিছু দিন আগে পঁচপসারুটিয়া গ্রামের আবুল কাশেম সেকান্দারের ছেলে এমদাদুল ও লাদেন ঢাকা থেকে এসে আমাদের বাড়ির আশেপাশে অপ্রয়োজনে ঘোরাফেরা করলে তাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলি। এক পর্যায়ে তাদের সাথে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সোমবার সকালে চাঁন মিয়া মাস্টারের নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে দশ-বারো জনের সংঘবদ্ধ দল আমার উপর হামলা করে। আমাকে বাঁচাতে রুহুল আমিন, রিপন খান, মোস্তাক খান সহ আরো অনেকে এগিয়ে এলে তাদের উপরও হামলা করে। এতে আমরা গুরুতর আহত হই। পরে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
























