দক্ষিণ দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট বুধবার বলেছেন, একটি বিখ্যাত পিৎজা দোকানের ডেলিভারি বয় কোভিড -১৯ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরো জেলাটিকে হোম কোয়ারেন্টাইন পালন করতে বলা হয়েছে।
ডিএম বিএম মিশ্রার মতে, মঙ্গলবার মালভিয়া নগর এলাকার একটি বিখ্যাত পিৎজা দোকানের ডেলিভারি বয় করোনা পরীক্ষায় ইতিবাচক রেজাল্ট আসে , এরপরে কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে তার ১৬জন সহকর্মীকে দোকান থেকে সরিয়ে নেয়। এবং দোকান থেকে খাবার সরবরাহ করা হয়েছিল এমন প্রতিটি বাড়ি সনাক্ত করার জন্য একটি বিশদ ট্রেইল অনুসরণ করা হয়েছিল।
মিশ্রা বলেন, আমরা দেখেছি যে ৭২ টি বাড়ি ওই দোকান থেকে ডেলিভারি নিয়েছে তাদের প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
আক্রান্ত ডেলিভারি বয়ের ১৬ জন সহকর্মীকে করোনা পরীক্ষা করা হয়, তাদের সকলের নেতিবাচক রেজাল্ট আসে।
ঐ ডেলিভারি বয় এখন হাসপাতালে চিকিত্সা নিচ্ছে, অন্য যারা তাঁর সংস্পর্শে এসেছিল তারা নিয়মিত নজরদারিতে রয়েছে ।
Discussion about this post