বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময়ে আরো ৩ জন মৃত্যুবরণ করেছে। এতে করে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮২ জনে পৌঁছেছে। এবং মৃত্যুবরণ করেছে ৩০ জন।
নতুন করে ৩ জনসহ সারা দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ৩৬ জন। এ দিন ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রী আরো বলেন, আমরা দেখছি লোকজন লোকডাউন অমান্য করে বাইরে ঘুরাঘুরি করছে, এতে করে সংক্রামণের সম্ভাবনা বাড়ছে। তাই আমাদের উচিত মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বাসায় অবস্থান করা এবং সরকারকে সহযোগিতা করা।
Discussion about this post