বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে ঝুঁকিতে আছে ( আমিরাত প্রবাসীর করোনা ভাবনা) মাসুদ মল্লিক, আবুধাবী:
>> আমাদের খাদ্যে ভেজাল, পানি, বায়ু দূষিত ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
>> জন সংখ্যার ঘনত্ব বেশি ফলে ছড়াবে খুব দ্রুত।
>> কোন ইনফেকটেড মানুষ যেখানে যাবে সেখানেই ভাইরাস ছড়াবে। আর জাতি হিসেবে যেহেতু আমরা পরিচ্ছন্ন না। ফলে ইনফেকশনের হার থাকবে অন্য যে কোন দেশ থেকে বেশি।
>> আমরা ডিসিপ্লিন না, সরকারি / মেডিকেল এক্সাপার্টদের পরামর্শ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখছি না।
>> আমরা পুলিশ /আর্মিকে বোকা বানানোর চেস্টা করছি। তাদের ফাকি দিয়ে রাস্তায় বেড়িয়ে পরছি সুযোগ পেলেই। অথচ আমরা কতটা বোকামি করছি ভাবছি না।
>> আমরা শরীরে উপস্বর্গ গোপন করে পুরো দেশ চষে বেড়াচ্ছি। আর আপন মনে ছড়িয়ে যাচ্ছি কোভিড-১৯ এর বিষ।
>> আমাদের দেশে করোনা টেস্টের হার সর্বনিম্ন, পর্যাপ্ত টেস্ট হচ্ছে না। ফলে রোগী সনাক্ত হচ্ছে না যা দেশে এই ভাইরাস ছড়িয়ে পরার অন্যতম প্রধান কারণ।
>> ডাক্তার ও তাদের সহযোগীরা যথাযথ PPE পাচ্ছে না। তারাও ইনফেকটেড হচ্ছেন। তাদের চলে যেতে হচ্ছে কোয়ারান্টাইনে/ আইসোলেসনে। খুব অল্প সময়ের মধ্যে দেশে চিকিৎসক সংকট দেখা দেয়ার আশংকা করছি। (খবরে দেখলাম ইউজ & থ্রো PPE ডাক্তাররা ধুয়ে আবার ব্যবহার করছেন এর কারনে ডাক্তার, তাদের কাজের লোক ও রোগী সংক্রমিত হওয়ার চান্স খুব বেশি।)
> আমাদের দেশে ভেন্টিলেটর অনেক কম। এ জন্য হয়তো মৃত্যু হার অনেক বেশি হবে! বর্তমান পরিসংখ্যান তাই বলে।
> এগুলো থেকে বাঁচতে যা করনীয় তা হুট করে এই আউটব্রেকের মধ্যে করা সরকার বা কারো পক্ষেই সম্ভব না। অন্তত আমাদের দেশের পরিপেক্ষিতে সম্ভব না। তবে এখান থেকে বাচার উপায় কি!
একটা নীতি গ্রহন করুন
চাচা আপন পরান বাঁচা
স্বার্থপরের মত ঘরে থাকুন। আত্নীয়-স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ভুলে যান।
#StayHome #StaySafe #StayStrong
Discussion about this post