সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রতিটি প্রবাসী চিন্তিত। সর্বশেষ মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটিতে ৪৭ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ৪ এপ্রিল ২৬, ৫ এপ্রিল ৪৩, ৬ এপ্রিল ২৫ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হন৷ সব মিলিয়ে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত প্রবাসী বাংলাদেশির সংখ্যা ১৮৯।
হঠাৎ অভিবাসীদের করোনায় আক্রান্তের কারণ জানতে ২২টি ডরমিটরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশিরভাগ ডরমিটরির অবস্থা অস্বাস্থ্যকর। কর্তৃপক্ষ সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কোনো উদ্যোগ নিচ্ছে না। কিছু কিছু ডরমিটরিতে যৌথ ওয়াশরুম, কিচেন এমনকি যৌথ ডাইনিং টেবিল ব্যবহার করতে হয়। এসব জায়গায় কোনো কারণে একজন আক্রান্ত হলে খুব সহজেই অন্যদের মাঝে তা ছড়িয়ে পড়ছে।’
এমতাবস্তায় প্রবাসীরা বিশেষ করে স্বাস্থ্য সম্মত থাকার জায়গা নিশ্চিতকরণ, থাকার জায়গা থেকে কাজের জায়গায় নিরাপদে যাতায়াত ব্যবস্থা এবং শ্রমিকদের সময়ের মূল্যায়ন নিশ্চিত করতে সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানান।
Discussion about this post