প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২দিনে নতুন করে আরো ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্য রয়েছেন চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইব্রাহিম, ফটো সাংবাদিক স্বপন হাই, আইটি প্রফেশনাল মির্জা হুদাও রয়েছেন।
কুইন্স হাসপাতাল, জ্যামাইকা হাসপাতাল, এলমহার্স্ট হাসপাতাল এবং ব্রুকলিনে ব্রুকডেল হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বিস্তারিত জানিয়েছেন মিউনিটি লিডার মাজেদা এ উদ্দিন এবং কাজী আজম
মারা যাওয়া একজন স্বপন হাই (৪৩) কিডনি রোগে ভুগছিলেন। ডায়ালেসিস করতে হাসপাতালে গিয়ে করোনায় সংক্রমিত হলে চিকিৎসারত অবস্থায় গত ৩০ মার্চ সোমবার বেলা সাড়ে ১২টায় স্বপনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ৭৫ বছর বয়সী আনোয়ারুল আলম চৌধুরী করোনায় চিকিৎসা নিচ্ছিল ব্রুকডেল হাসপাতালে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা হেলাল মাহমুদের শশুর আনোয়ারুল সোমবার অপরাহ্নে মারা গেছেন। সোমবার সকালে মৃত্যু আর জ্যাকসন হাইটসের প্রিমিয়াম সুইটসের কর্মী নিশাত চৌধুরীর (২৪) কিশোরগঞ্জের খালেদ হাসমত (৬৩) কেও একি দিন সকালে মৃত ঘোষণা করা হয়। রবিবার নিউইয়র্ক সিটির বিভিন্ন হাসপাতালে মৃত্যু হওয়া, ৯১ জনের ১০ জনই বাংলাদেশি।
এই ১৪ জনকে নিয়ে নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন হাসপাতালে ৩০ মার্চ পর্যন্ত ৩১ বাংলাদেশির প্রাণ হারিয়েছেন।
Discussion about this post