মহামারী করোনাভাইরাসের (কোভিড ১৯) বিরুদ্ধে লড়াইয়ে সোমবার জাতীয় সংহতি প্রচার শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান।
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তিনি।
সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা। তিনি বলেন, সাত মাসের বেতন দান করার মাধ্যমে আমি এই প্রচার শুরু করেছি।
করোনাভাইরাস প্রতিরোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশটির নিম্নআয়ের মানুষের জীবন বিপাকে পড়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। এছাড়া তার সরকারের মন্ত্রিসভার সদস্য ও আইনপ্রণেতারা ৫২ লাখ তুর্কিশ লিরা এ প্রচারের জন্য দান করেছেন।
এখন পর্যন্ত তুরস্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬৮ জনের।
Discussion about this post