সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হাতধোয়া কর্মসূচীর জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে হাতধোয়া কর্মসূচীর আয়োজন করেন বাগবাড়ি এতিম স্কুল রোডের কিছু যুবক। তারা পথচারীদের মধ্যে জীবাণুনাশক স্প্রে করছিলেন দিনব্যাপী। বিকেলের দিকে পশ্চিম কাজলশাহ এলাকার গিয়াস মিয়ার হাতে জীবাণুনাশক স্প্রে করেন যুবকরা। এতে তিনি রাগান্বিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে এর জের ধরে বাগবাড়ি ও কাজলশাহ এলাকার লোকজনের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপক্ষ আরেক পক্ষের উপর হামলাও চালায়। এতে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মিঞা বলেন, এখনও এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। থানায় যদি কোনো পক্ষ অভিযোগ দায়ের করে তবে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post