দুবাইতে কোভিড-19 করোনাভাইরাস এর প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সব বেসরকারি খাত এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তবে ফার্মেসি, কোপারেটিভ সোসাইটি, গ্রোসারি স্টোর এবং সুপার মার্কেটসহ খুচরা খাদ্য বিক্রয় কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার কথা জানিয়েছেন দুবাই ইকোনমিক্স ডিপার্টমেন্ট(ডিইডি) তবে এতে বিক্রেতার ৩০ শতাংশের বেশি থাকতে পারবে না। এবং ক্রেতাদের সামাজিক দূরত্ব নির্দেশিকা অনুযায়ী দুই মিটার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুবাই বেসরকারি খাতের ৮০% কর্মচারীদের ৯ এপ্রিল পর্যন্ত বাসায় থেকে কাজ করার নির্দেষ দেয়া হয়েছে।
Discussion about this post