সংযুক্ত আরব আমিরাতে জুমার খুতবা ও জুমার নামাজ ১০ মিনিটে সমাপ্ত করার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমিরাতের ধর্মীয় কাজের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আওকাফ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্র বারের জুমার নামাজ ও খুতবা সংক্ষিপ্তভাবে আদায় করা হবে। সাধারণত জুমার খুতবা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হতো।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের শরিয়া কাউন্সিল ফতোয়া জারি করে বলেছে, করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা এমন আশংকায় রয়েছে সে এরিয়ায় লোকজন জুমার নামাজ আদায়ে মসজিদে না আসা উত্তম।
আমিরাতে ইতোমধ্যে ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভাইরাস থেকে জনসাধারণকে রক্ষা করতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি সচেতন থাকতে বলা হয়েছে।
Discussion about this post