ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ই মার্চ ‘মুজিব বর্ষ’ উদযাপনে অংশ নিতে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের আনুষ্ঠানিক ঘোষনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদযাপনে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে আসেন। দু’দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করেন।
গত বছরের অক্টোবরে দিল্লী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব বর্ষ’ উদযাপনের উদ্বোধনে অংশ নেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানান।
Discussion about this post