নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সে ৫ শতাংশ প্রণোদনা বৃদ্ধি পেলে রেমিটেন্সের হার দ্বিগুণ হবে। সে সাথে প্রতি সংসদীয় আসনে সাংসদকে পুরস্কার প্রদান করলে এ হার আরো বাড়বে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসিরা। ২১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে বিলেত থেকে প্রচারিত ৫২বাংলা টিভির ৩ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানের আলোচনায় এসব কথা উঠে এসেছে।
আরব আমিরাতে ‘অভিবাসী অভিযাত্রায় তিন বছরে ৫২বাংলা’ এই শ্লোগানকে সামনে রেখে লন্ডন থেকে প্রচারিত অনলাইন চ্যানেল ৫২বাংলা টিভির তৃতীয় বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সমিতি শারজাহের হলরুমে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫২ বাংলা টিভির বার্তা সম্পাদক লুৎফুর রহমান ও সংবাদপাঠিকা তিশা সেন। আরব আমিরাত এবং বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বায়ান্ন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদ এবং স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
৩ পর্বের আয়োজনে প্রথম পর্বে ছিল দিনব্যাপী মেডিকেল ক্যাম্প দ্বিতীয় পর্বে প্রবাসীদের সুখ-দুঃখ নিয়ে গোলটেবিল আলোচনা এবং তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের আপ্যায়ন।
অনুষ্ঠানে গোল টেবিল আলোচনায় প্রধান অতিথি এবং আলোচক ছিলেন দুবাইয়ে নিযুক্ত কন্স্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা শীর্ষক আলোচনায় প্রবাসীদের করণীয় কী সে বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কন্সুল্যেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর, বাংলাদেশ সমিতি শারজাহের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গণি চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ সভাপতি মাহবুব আলম মানিক সিআইপি, সমিতির সহ সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, প্রবাসী সুনামগঞ্জ সমিতির প্রধান উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম। এছাড়া আলোচনা করেন দুবাই চিড়িয়াখানার পরিচালক ড. রেজা খান, ব্রাইট কেয়ার প্রবাসি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক নেসার রেজা খান, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাতের আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক সালেহ আহমদ, মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের সভাপতি হুমায়ুন রশীদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, মীর্জা আবু সুফিয়ান, এম আবুল হাসনাত সহ আরো অনেকে। এ সময় আমিরাতের কমিউনিটি নানা সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে ইতিবাচক সাংবাদিকতার জন্য ৫২ বাংলা টিভি আমিরাত টিমকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করা হয়।
অনুষ্ঠানে আগত দর্শকদের হাতে ফ্রি লটারির কূপন দেওয়া হয়। যাতে সচেতনতামূলক নানা শ্লোগান লেখা থাকে। পরে দর্শকদের মধ্য থেকে ভাগ্যবান তিন জনকে পুরস্কৃত করা হয়।
মনোমুগ্ধকর অনুষ্ঠানে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে পরিবেশন করা হয় ভাষা এবং মুক্তিযুদ্ধের জাগরণী গান। গান পরিবেশন করেন বাংলাদেশ শিল্পী সমিতি আমিরাত’র প্রবাসী কণ্ঠশিল্পী জাবেদ আহমদ মাসুম, শিপন কর্মকার, জাবেদ সহ সমিতির অন্যান্য কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানে বই প্রদর্শনির পাশাপাশি প্রবাসিদের জীবনমান উন্নয়নে নানারকম অভিমত লিখেন প্রবাসিরা।
এ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন টিম ৫২ আমিরাতের লুৎফুর রহমান, তিশা সেন, জাবেদ আহমদ, আমিনুল হক। দৃষ্টিনন্দিত এ অনুষ্ঠান পরিচালনা করতে স্বেচ্ছাসেবী ছিলেন অনুপ সেন, রূপশ্রী সেন, আরশাদ হোসেন, আজিম উদ্দিন, সাইফুর রহমান ও তারেক আহমদ। আগত সকল দর্শকদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post