সৌদি আরবের জেদ্দায় ইমরান নামের এক বাংলাদেশি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ইমরানের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা । বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদিআরবের জেদ্দায় মোহাম্মদ ইমরান নামে এক বাংলাদেশি কর্মী নিখোঁজ রয়েছেন। তাকে পাওয়া যায়নি মর্মে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে লিখিত আবেদন করেছেন তার ভাই মোহাম্মদ আলমগীর।
এতে আরো জানানো হয়, গত ২০ জানুয়ারি বিকাল ৫টার দিকে নিখোঁজ হন ইমরান।জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে তার পাসপোর্ট কপি সংগ্রহ করা হয়েছে। পাসপোর্ট নম্বর- বিজে ০৫৪১৭৩৩। তার পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম, মায়ের নাম করিমন বেগম।বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দরিরচরের কুরালিয়া কান্দি এলাকায়।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন,তাহলে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের অনুবাদক কাম আইন সহকারী মোহাম্মদ মুহসিনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।মোবাইল নম্বর- ০৫৫৭৪৯৭৮৬২।
Discussion about this post