লেবাননে স্ট্রোক করে করুণ মৃত্যু হয়েছে মো. বিলাল হোসেন চৌধুরী (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নিজ বাসার সিঁড়িতে স্ট্রোক করে মারা যান তিনি । বর্তমানে তাঁর মরদেহ জুনির নটরডেম ডিউ লিবান হাসপাতালের মর্গে আছে।
প্রত্যক্ষদর্শীরা মতে সকাল ৯ টার সময় বিলাল হোসেনর নাস্তা আনতে বিল্ডিংয়ের ৬ তলা থেকে সিঁড়ি বেয়ে ৪ তলায় নামার পরেই স্ট্রোক করেন। এ অবস্থায় তিনি প্রায় আধাঘন্টা অচেতন অবস্থায় সিঁড়ির মেঝেতে পড়ে ছিলেন। এ সময় আশেপাশে কেউ ছিলেন না। পরে সহকর্মীরা জানতে পেরে এম্বুলেন্স এনে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
৬ বছর আগে জীবিকার তাগিদে বিলাল হোসেন চৌধুরী লেবানন আসে।সে আধুনিস এলাকায় একটি গেঞ্জি কোম্পানিতে কাজ করতন। তার বাড়ি কুমিল্লা জেলার নোয়াগ্রামে। বাবার নাম শরাফত আলী। তাঁর অকাল মৃতুতে পরিবারসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post