আরব আমিরাতের শারজায় ১৩ ই ফেব্রুয়ারি বসন্ত উৎসব কে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে বাংলাদেশ কমিউনিটি, প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক ও শিল্পী বৃন্দরা যৌথ ভাবে প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার আমিরাতের সারজাস্থ হুদায়বিয়ার রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা দুবাই আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব সুনিক। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহ্বায়ক অধ্যাপক মোঃ আব্দুস সবুর, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি ও কমিউনিটি নেতা আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, শারজা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি নেতা ইসমাইল গনী চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যুগ্ম-সম্পাদক ও কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুদ্দিন। বসন্ত উৎসবের সমন্বয়কারী ও বাংলাদেশ কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাতে মিরসরাই সমিতির সাবেক সভাপতি ও কমিউনিটি নেতা মাজহারুউল্লা মিয়া, চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সাংগঠনিক সম্পাদক মীর আহমদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম রুপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হোসেন পারভেজ ও সৈয়দা দীবা।
সাংবাদিক শিবলী আল সাদিকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস এ টিভির প্রতিনিধি সিরাজুল হক, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, বাংলা টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, ৭১টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান। প্রবাস মেলার সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মহিউল করিম আসিক, সি প্লাস টিভির প্রতিনিধি ইশতিয়াক আসিফ, খোলা কাগজের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সানজিদা ইসলাম, সাংবাদিক সোহেল চৌধুরী, ৭১টিভির ক্যামেরা পার্সন জাবেদ আহমদ ও আমিনুল ইসলাম, আর টিভির ক্যামেরা পারসন খালেদ হোসেন রনি, শিল্পী মোঃ জাবেদ প্রমুখ।
যৌথ প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে আমরা বসন্তকে বরণ করতে চায়। পাশাপাশি বাঙালির চিরায়িত ঐতিহ্যকে লালন করতে চায় এ বসন্ত উৎসবের মাধ্যমে। বক্তারা আরো বলেন শিল্পী, সাংবাদিক, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটি সমন্বয়ে এই প্রথম একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। তাই অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা এবং তাৎপর্য্যে ভিন্ন মাত্রা যোগ করবে। বক্তারা বলেন এটা কোন একটি বিশেষ পক্ষের অনুষ্ঠান নয়, এটা সমগ্র বাঙালি জাতির অনুষ্ঠান। তাই সকল ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে এই বসন্ত উৎসবে হাজির হয়ে জাতীয় ঐতিয্য লালনে বাঙ্গালী ও বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।
Discussion about this post