হারুনুর রশিদ, কাতার : আজ ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস. এ উপলক্ষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বুধবার সকালে দোহার কর্নিশে অনুষ্ঠিত ২০১৯ কাতার জাতীয় দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছেন। সাথে ছিলেন তাঁর পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি।
কুচকাওয়াজে আরো উপস্থিত ছিলেন কাতারের মহামান্য শেখ ও মন্ত্রীরা. কুচকাওয়াজে শূরা কাউন্সিলের স্পিকার আহমেদ বিন আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ এবং শূরা কাউন্সিলের একাধিক সদস্য ছাড়াও আন্তর্জাতিক ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবলের সভাপতি (ফিফা) সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন )
মার্কিন বিমান বাহিনী কেন্দ্রীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জোসেফ গুয়েস্টেলা। একাধিক সদস্য,কূটনৈতিক মিশনের প্রধানগণ, এবং শাখা ইউনিটের একাধিক নেতা এবং সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























