কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওআইসি ইয়ুথ ফোরামের যৌথ আয়োজনে ‘দোহা ইয়ুথ ইনোভেশন অ্যাওয়ার্ড’ আলোকচিত্র প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতেই প্রথম স্থান লাল সবুজেরই দখলে। গত সপ্তাহে ঘোষিত এই প্রতিযোগিতার ৩টি ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকারসহ মোট ফলাফলে ১৬ জনের মধ্যে ৪ জনই বাংলাদেশের সৌখিন আলোকচিত্রী ।
ইসলামিক ভ্যালুজ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন সুলতান আহমেদ নিলয়। তার সঙ্গে একই ক্যাটাগরির চতুর্থ স্থানে রয়েছে আরেক বাংলাদেশি কাজী মো. জহিরুল ইসলাম। অন্যদিকে ইয়ুথ অ্যান্ড সাকসেস স্টোরিজ ক্যাটাগরিতে মো, নাজমুল হাসান খান এবং ইসলামিক হ্যারিটেজ ক্যাটাগরিতে আহমেদ আসিফ সামি প্রথম স্থান অধিকার করেন ।
এই অর্জনে সার্টিফিকেট ক্রেস্ট এবং সম্মাননাসহ এই চার বাংলাদেশি পাচ্ছেন মোট ১ লাখ ৭০ হাজার রিয়েল যা বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ টাকারও বেশি। সে সাথে ৪ জনই আগামী বছরের শুরুতে দেশটির সরকারের আমন্ত্রণে ৭ দিনের সফরে কাতার যাবেন ।
বিজয়ের মাসে এই অর্জন বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চান বিজয়ী বাংলাদেশি আলোকচিত্রীরা।

























