বিদেশের মাটিতে আবারো কলঙ্কের দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলিকুট গ্রামের সরল মিয়ার ছেলে লেবানন প্রবাসী ‘আমিন মিয়া’। সে লেবাননের রোমি এলাকা থেকে সাধারণ প্রবাসীদের কষ্টার্জিত সঞ্চিত ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ লাখ ৭৫ হাজার টাকা) আত্মসাৎ করে পালিয়েছে।
‘আমিন মিয়া’ রোমি এলাকায় ৮২ সদস্য বিশিষ্ট্ একটি সমিতির অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ৫ সেপ্টেম্বর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না! পরে স্থানীয়দের কাছে জানা যায়, ‘আমিন মিয়া’অবৈধ পথে সিরিয়া দিয়ে গ্রীসের উদ্দেশ্যে লেবানন থেকে পালিয়ে গেছে। বর্তমানে সে তুরষ্কে রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এদিকে ‘আমিন’কে খুঁজে না পেয়ে ভেঙে পড়েছেন ওই সমিতির অন্য সদস্য ও সদস্যাগণ। সদস্যদের কয়েকজন রয়েছে যাদের কারো সঞ্চিত ডলার ১২ হাজার থেকে ১৪ হাজারের মধ্যে (বাংলাদেশি মুদ্রায় যা ১০ লাখ ২০ হাজার থেকে ১১ লাখ ৯০ হাজার টাকা)। টাকা জমিয়ে দেশে একটা কিছু করবে এটাই ছিল লেবানন প্রবাসী ওই সমিতির বাংলাদেশি সদস্যদের। কিন্ত সেই স্বপ্ন তাদের ধুলোয় মিশে দিয়ে ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ লাখ ৭৫ হাজার টাকা) নিয়ে পালিয়ে গিয়েছে প্রতারক ‘আমিন’।
প্রবাসী বাংলাদেশিরা জানান, ‘আমিন’ অনেক বছর যাবৎ লেবাননের রোমি এলাকায় বিশ্বস্ততার সঙ্গে একটি বাংলাদেশি দোকান চালাত। ভালো ব্যবহার আর ভালো মানুষের অভিনয় করে ‘আমিন’প্রবাসীদের কাছে একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। সে সুযোগে ‘আমিন’ মিয়া প্রবাসী বাংলাদেশিদের কর্ষ্টাজিত আয়ের ৬৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে অবৈধ পথে গ্রীস পালায়ন করেছে। এতে সর্বশান্ত হয়েছেন ৮২ জন সদস্য। তাদের আশা এর বিচার কোন একদিন পাবেন। তারা চান লেবাননে যেন আর কোন ‘আমিন’ জন্ম না নেয়।
Discussion about this post