যুক্তরাজ্যে ওয়েলস-এ রবিবার এক ব্রিটিশ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু মিয়া (২৮) একজন ব্যবসায়ী। সোয়ানসিয়ার নিজ ঘরের পাশ জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক রাজুর পরিবহন ও আবাসন খাতে ব্যবসা ছিল। মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে তার পরিবার ব্রিটেনে স্থায়ী হয়। নিজ পরিবারের তার স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে।
কার্ডিফ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রবিবার সকাল ৮.৪৫ টার দিকে সোয়ানসিয়ার ইয়্নিসফোর্নের জঙ্গলে মরদেহ আবিষ্কারের পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর। পুলিশ সেখান গিয়ে রাজুর মরদেহ উদ্ধার করে। ওয়েলস অনলাইনের খবরে বলা হয়, মরদেহের ময়না তদন্ত হবে। কীভাবে রাজুর মৃত্যু হলো তা ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানায়।
Discussion about this post