অনেক দিন আড়ালে থাকার পর ভক্তদের জন্য আবার নয়া ভূমিকায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন ইয়ো ইয়ো হানি সিং। তাঁর নতুন গান ‘মাখনা’ ইউটিউবে মুক্তি পেতেই ট্রেন্ড তালিকায় ১ নম্বরে উঠে এসেছে। এই ভিডিওটি এখনও অব্দি এক কোটি বার দেখেছেন মানুষ। হানি সিংয়ের এই গানটি নেহা কক্কর এবং সিংহস্তা গেয়েছেন। টি সিরিজের সহযোগিতায় নির্মিত হয়েছে ‘মাখনা’র ভিডিও। হানি সিং বলেন, “মাখনা তৈরি করতে গিয়ে আমি আসলে খুবই মজা পেয়েছি। আমি ভূষণ কুমারকে শুভেচ্ছা জানাতে চাই। এর পাশাপাশি, আগামী বছরগুলোতে আরো অনেক কাজ একসঙ্গে করার আশায় রয়েছি।”
ইয়ো ইয়ো হানি সিংয়ের এই প্রত্যাবর্তনের গান ‘মাখনা’তে একটি কার্নিভালের অনুভূতি পাবেন আপনি। গান শুনলেই পা আপনা থেকেই তালে তালে নাচতে শুরু করে দেবেই। কার্নিভালের অনুভূতি নিয়ে আসতে এই ভিডিওটি শ্যুটিং করা হয়েছিল কিউবাতে। সিনেমায় এখনও অব্দি কিউবার দৃশ্য কমই দেখা গিয়েছে। যদিও ‘এক থা টাইগার’ সিনেমায় সলমান খান এবং ক্যাটরিনা কাইফকে কিউবায় দেখা যায়। স্প্যানিশ পরিচালক ড্যানিয়েল দুরেইন নির্দেশিত ‘মাখনা’ সাত মাস ধরে তৈরি হয়েছে।
হানি সিং এই বিরতি চলাকালীন সময়ে প্রায় দুই ডজন গানের কাজ করেছেন এবং এদের মধ্যে বেশ কিছু গান এই বছর মুক্তিও পেয়েছে। নিজেরর স্বাস্থ্য এবং কাজের বিরতি সম্পর্কে হানি সিং বলেন, “গত দুই বছরে, আমি খুব ভাল অনুভব করছি। স্বাস্থ্য ভালো থেকেছে এবং সেকারণেই আমি এই সময় বিভিন্ন গানের কাজ করেছি। বিশ্ব জুড়ে সঙ্গীতের অনুপ্রেরণা গ্রহণ করেছি এবং শিখেছি। আমি গত কয়েক বছরে অনেক গান তৈরি করেছি, এদের মধ্যে কয়েকটি এই বছর মুক্তি পেয়েছে।”
ইয়ো ইয়ো হানি সিং এই গানে একেবারে নতুন অবতারে। হানি সিং বলেন, “আমি আমার ভক্তদের পুরোপুরি নতুন রূপে দেখা দিতে চেয়েছিলাম এবং তাই আমি ১০ মাস ধরে আমার চুল বাড়িয়েছি নতুন স্টাইল করার জন্য। এই চুলের স্টাইল গানের অনুভূতির সঙ্গেও বেশ মিলে যাচ্ছে।” ‘মাখনা’ গানে সঙ্গে সিংহস্তা নামের একজন নতুন শিল্পীও কাজ শুরু করেছেন।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post