মানব ক্লোন নিয়ে নৈতিক ও আইনি বিতর্ক চলছে অনেক দিন ধরে। সেই ঘরানার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে কল্প-বিজ্ঞান সিনেমা ‘রেপ্লিকাস’।যার প্রধান চরিত্র অভিনয় করেছেন ‘দ্য ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস। সিনেমাটি পর্দায় আসবে ১১ জানুয়ারি।
‘রেপ্লিকাস’ পরিচালনা করছেন জেফ্রে নাচম্যানফ। গল্প লিখেছেন চাদ সেন্ট জন। আরও অভিনয় করেছেন এলিস ইভ, টমাস মিডলদেচ ও জন অর্টিজ। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও যুক্ত আছেন কিয়ানু রিভস।ছবিতে সিন্থেথিক বায়োলজিস্ট ও নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার চরিত্রে আছেন কিয়ানু রিভস। যিনি মানুষের চেতনাকে সফলভাবে কম্পিউটার প্রোগ্রামে স্থানান্তর করতে পারেন।
এক গাড়ি দুর্ঘটনা তার পরিবার নিহত হয়। উইল স্ত্রী ও সন্তানদের ক্লোন তৈরি করতে চান। এ কাজে সাহায্য করে সহকর্মী এড হুইটল। এ দিকে চেতনা স্থানান্তর বা ক্লোন রেপ্লিকা তৈরি আইন ও বিজ্ঞানের সূত্রের বিরোধী। তাই তাদের সবকিছু করতে হয় গোপনে।এক পর্যায়ে অন্য রকম বিপদে পড়ে যান উইল। যাকে বলা হয় ‘সোফিস চয়েস’। উইলকে পরিবারের চার সদস্য থেকে তিনজনকে ক্লোনের জন্য বেছে নিতে হবে। তিনি কাকে বাদ দেবেন? এ দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে এগিয়ে চলে কাহিনি।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post