মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উল্লাস করে ছাত্র-জনতা।এ সময় তারা ‘বাংলাদেশের জমিতে মুজিবের স্থান নেই’ স্লোগান দেন। ম্যুরাল ভাঙার দৃশ্য উৎসুক জনতা মোবাইলে ধারণ করতে দেখা গেছে।
ছাত্র-জনতার দাবি, এই ম্যুরাল কোনো গণদাবির ভিত্তিতে নির্মাণ হয়নি। সরকারের কোটি কোটি টাকা অপচয় করে, জনমতের তোয়াক্কা না করে এই অবৈধ নির্মাণ করা হয়েছিল। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বাবার নামে কোনো কিছু এই বাংলার মানুষ মেনে নেবে না। স্বৈরাচার হাসিনা ও তার বাবা শেখ মুজিবের চিহ্ন মুছে ফেলা হবে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আমরা ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি। আমরা শুনতে পেয়েছি- এই কোর্টে অনেক আইনজীবী আওয়ামী লীগের জন্য লড়তে আসা শুরু করেছেন। তাদের স্পষ্ট বলে দিতে চাই- এই দুঃসাহস করবেন না। আপনাদের পিঠের চামড়া থাকবে না।তারা বলেন, মুজিবের নামে এই রাষ্ট্রে জন্ম নিয়েছে এক নতুন রাজতন্ত্র। আর শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসন পরিণত হয়েছে নজিরবিহীন স্বৈরতন্ত্রে। যে শাসন গণতন্ত্রকে হত্যা করে, যে সরকার নিজের সমালোচনায় ছাত্রদের গুলি চালায়, হাজারো নিখোঁজ, গুম আর মিথ্যা মামলায় দেশকে ভয়ের কারাগারে পরিণত করে, সে শাসনের প্রতীক ভাঙা নৈতিক কর্তব্য।
Discussion about this post