জিএস ইনস্টিটিউট অব আইটির (GSIIT) প্রশিক্ষণার্থীদের মধ্যে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সনদপত্র বিতরণ করা হয়েছে। ফেনীর জিএস টেকনোলজী’র নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালিত বিভিন্ন কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
জিএস টেকনোলজী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বগাদানা ইউপি চেয়ারম্যান ক.খ.ম. ইছহাক খোকন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর হেলাল উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আইটি স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রায় ৫০ জন প্রশিক্ষনার্থী।
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি এস.এম. মোস্তফা কামালকে চেয়ারম্যান, মেহরাব হোসেন মেহেদীকে ব্যবস্থাপনা পরিচালক ও মোহাম্মদ ইউনুসকে নির্বাহী পরিচালক করে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
Discussion about this post