বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির ১৭ তম বর্ষে পদর্পণ উপলক্ষে এনটিভির আরব আমিরাত দর্শক ফোরাম দুবাই গালা’র আয়োজন করে।এতে সংগীত পরিবেশন করে হাজারো দর্শক মাতালেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান।
দুবাই’র ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত বিনোদনমূলক এই অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা ঝিলিক, ক্লোজ আপ তারকা সেফালী, নৃত্যশিল্পী তাহমিনা কৃতিকা ও প্রবাসী শিল্পীরা।
দর্শক ফোরাম’র সভাপতি রাজা মল্লিকের সভাপতিত্বে বৃহস্পতিবার রাত ৯ টায় অনুষ্ঠানের মুল পর্ব শুরু হয়, এতে প্রধান অতিথি ছিলেন
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফাতেমা জাহান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ সিআইপি, সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী ও এনটিভি প্রতিনিধি শিবলী আল সাদিক প্রমুখ। এ সময় বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম, প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরব আমিরাতে প্রতিষ্ঠিত ২৪ জন সফল প্রবাসীর সফলতার গল্প নিয়ে প্রকাশিত ম্যাগাজিন ‘সমৃদ্ধি’র মোড়ক উন্মোচন করা হয়। সমৃদ্ধি’র সম্পাদনা করেন সমকাল এর ইউএই প্রতিনিধি কামরুল হাসান জনি। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৫০ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দর্শক ফোরামের সাধারণ সম্পাদক কাজী গুলশান আরা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।