আব্দুল্লাহ আল শাহীন: গুজব দেশের সীমানা পেরিয়ে এখন বিদেশে! আরব আমিরাতেও সাধারণ ক্ষমা নিয়ে গুজব চলছে বাংলাদেশীদের মাঝে। তবে আমিরাতে সাধারণ ক্ষমার গুজবটা প্রচার হচ্ছে মুলত ভাষাগত সমস্যার কারণে।
সংযুক্ত আরব আমিরাতে গত বছরের ১লা আগস্ট থেকে সাধারণ ক্ষমা শুরু হয়েছিল । তখন স্থানীয় টেলিভিশনগুলো বারবার উক্ত সংবাদ প্রচার করেছিল। সংবাদে বলেছিল পহেলা আগস্ট থেকে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সেই পুরোনো সংবাদের ফুটেজটি কে বা কারা গত মাসে আবারো ফেসবুকে পোস্ট দেয়। তখন ভিডিও ফুটেজ একাধিক আইডি থেকে পোস্ট হয়, যার প্রেক্ষিতে অনেকে ভাবছেন আগস্ট থেকে আবারো সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বা হবে। সংবাদে কি বলা হচ্ছে বা কবেকার সংবাদ সেদিকে কেউ নজর না দিয়ে পহেলা আগস্ট শুনেই সাধারণ ক্ষমার বিষয়টা প্রচার করছে।
সংবাদটি গত বছরের হওয়ায় স্বাভাবিকভাবে বলা যায় আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণার সংবাদটি কেবলই গুজব। তাই প্রবাসী বাংলাদেশীদ ভাইদেরকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ জানাই।