নুরুল আবসার, তুরস্ক: সন্তানের জন্মদাতা ও লালন পালনকারী মা- বাবা প্রত্যেক সন্তানের কাছে আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। ইদানিং সামাজিক অবক্ষয়ের চিহ্ন সবচেয়ে বেশি বুঝা যায় বাবা- মায়ের প্রতি সন্তানের আচরণে। বৃদ্ধাশ্রমে অমানবিক জীবনের গল্প, সন্তানের হাতে নিগ্রহের খবর এখন আমাদের আর চিন্তিত করেনা। আমাদের কাছে যেসব খবর আসে তার অধিকাংশ হয়তো উচ্চবিত্ত নয়তো নিম্নবিত্তদের। মধ্যবিত্ত পরিবারের বাবা- মা দের গল্পগুলো অজানাই থাকে। মধ্যবিত্ত বাবা- মাদের লজ্জা এত বেশি যে সন্তানের নিগ্রহের কোন খবরই বাইরে প্রকাশ করেননা। তাই বলে কি মনের গহীনে পাওয়া কষ্টের খবর আমরা নিব না?
সন্তানের কাছ থেকে মা- বাবার সবচেয়ে বেশি পাওয়ার কথা “ইহসান”। সেটাই আমরা করিনা। অনেকেই বুঝিই না ইহসান কি সর্বোত্কৃষ্ট ব্যবহার করা কর্তব্য, সেটা মনে হয় আমরা জানিই না। তাঁরা “উফ” শব্দ বলেন এমন আচরণ না করা কর্তব্য। আমরা রোজ করেই যাচ্ছি। তাদেরকে ধমকে কথা বলায়; আল্লাহর নিষেধাজ্ঞা আছে, আমরা ক’জনা সেটা পালন করি? সুন্দর সুন্দর কথা বলার জন্য আমরা আদিষ্ট, ক’জনার মনে থাকে? সব সুন্দর কথা অন্য অনেকের সাথে। রহমতের ডানা বিছিয়ে তাদের খিদমত আমরা কি করি? আল্লাহর কাছে কি সবসময় দোয়া করি? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।
অনেকেই বলবেন বাবা বদমেজাজি, কথা শুনে না, পক্ষপাতিত্ব করে, আমাকে দেখতে পারেনা, আরো অনেক অভিযোগ। একবার ও কি ভেবেছেন? এসব অভিযোগ করার কোন অধিকার আপনার নাই। কেন নেই? বাবা হন,মা হন,বুঝবেন। না বুঝলে আপনাকে মানুষ বলে কে? আসুন মানুষ হই। সকল ঘর হোক বৃদ্ধ বা বয়স্ক বাবা- মায়ের স্বর্গ। সময় থাকতে নিয়ামতের কদর করি। আল্লাহ্ আমাদের তাওফিক দাও।
Discussion about this post