মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল ফিতরের নামাজে বাংলায় খুতবা পড়াবেন বাংলাদেশি খতিবরা। কুয়েতের বাঙালি অধ্যুষিত এলাকা সমুহে ১৮টি মসজিদে সাপ্তাহিক জুমা ও দুই ঈদের জামাতে বাংলায় খুতবা পড়ার অনুমোদন দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। ঈদের দিন দেশটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ৫টা ৩ মিনিটে।
প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিদেশের মাটিতে নিজের মাতৃভাষা বাংলায় খুতবা শোনার সুযোগ দেয়ায় কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন দেশটিতে।
Discussion about this post