কাজী ইসমাইল আলম : ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় যাত্রী ও ক্রু বিবেচনা করে ৭৩৭ মডেলের কিছু সংখ্যক ফ্লাইট বাতিল করেছে অনেকগুলো অপারেটর । বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ প্লেনটি গত রবিবার সকালে ১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরে আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিধ্বস্ত হয়। এতে ১৫৭ জন আরোহী সবাই নিহত হন।
ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় যাত্রী ও ক্রু বিবেচনা করে অস্ট্রিয়া ও চায়না সহ অনেকগুলো অপারেটর বোয়িং ৭৩৭ মডেলের কিছু সংখ্যক ফ্লাইট বাতিল করেছেন। ৫ বছর আগে লায়ন এয়ারের একই মডেলের একটি বিমান ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে বিধ্বস্ত হয়। এতে ১৯০ জন প্রাণ হারান ।
তবে আমিরাতের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী ফ্লাইদুবাই এই মডেলের ৮ টি ও ম্যাক্স ৯ সিরিজের ১১ টি ফ্লাইট পরিচালনা করছে।
Discussion about this post