গতকাল ইসলামিক ফাউন্ডেশন, জর্ডানে অনুষ্ঠিতব্য কোরআন প্রতিযোগিতার জন্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে, বায়তুল মোকাররমে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে সে প্রথমস্থান অধিকার করে জর্ডানে জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয় হাফেজ সাইফুর রহমান ত্বকী ।
এর আগে হাফেজ সাইফুর রহমান ২০১৭ /২০১৮ তে কুয়েতে ২য় স্থান ও বাহরাইনে ৩য় স্থান অধিকার করেছিলো। সে হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী কতৃক পরিচালিত, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র, দেশবাসীর কাছে সে দোয়া চায় যেন বাংলার লাল সবুজের পতাকাকে বিশ্বের কাছে তুলে ধরতে পারে এবং প্রথমস্থান অধিকার করে আনতে পারে। আমীন।