৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালনের পেছনে রয়েছে নারী শ্রমিকের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালের ৮ মার্চ মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ ও কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। তাদের ওপরে দমন-পীড়ন চালায় মালিকপক্ষ। নানা ঘটনার পর ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ক্লারা প্রতিবছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায় ১৯১১ সালে দিনটি নারী দিবস হিসেবে পালন শুরু হয়। ১৯১৪ সালে তা বিভিন্ন দেশে পালন শুরু হয়। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ।
১৯৭১ সালে ৮ মার্চ বাংলাদেশে প্রথম পালিত হয় নারী দিবস।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি সম্মান জানাতে বিশেষ ডুডল করেছে গুগল। ৮ মার্চ সার্চ ইঞ্জিনে গুগল তার ডুডলে বাংলা, ইংরেজি, আরবি ও হিন্দিসহ বেশ কিছু ভাষায় ‘নারী’ লিখে এই সম্মান জানিয়েছে। সেই ডুডলের স্লাইড অংশে রয়েছে বিশ্বব্যাপী নেতৃত্বের ভূমিকায় থাকা লেখক, নভোচারী, ক্রীড়াবিদ, কূটনীতিকসহ বিভিন্ন অঙ্গনের ১৩ নারীর বিশেষ বাণী।
রয়েছে বাংলা ভাষায় ভারতের মনিপুর রাজ্যের বক্সার ম্যারি কমের উক্তি, ‘তুমি মহিলা বলে তুমি দুর্বল, এটা কখনো বোলো না।’
Discussion about this post