সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ হোসেন (৪০) এক বাংলাদেশী রেফেল ড্র’তে ৪০ হাজার দিরহাম পুরস্কার জিতেছেন। তিনি পেশায় একজন সিকিউরিটি গার্ড। তার মাসিক বেতন ১২০০ দিরহাম।
অসুস্থ মায়ের চিকিৎসার জন্য এই পুরস্কার পেয়েছেন বলে তিনি মনে করেন। ডিসেম্বরের মাঝামাঝি তার মা ব্রেইন স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যার ফলে তার মায়ের অসুস্থতার কথা ভেবে রাতে ঘুম হতো না, অর্থের অভাবে মায়ের চিকিৎসা করাতে পারছিলেন না ঠিকমত। ইতিমধ্যে মোহাম্মদ হোসেন তার নিজের জন্য একটি জ্যাকেট কিনেছিলেন দুবাই’র একটি শপিংমল থেকে, জ্যাকেট কিনে একটি কুপন পেয়ে রেফেল ড্র’তে ৪০ হাজার দিরহাম বাংলা প্রায় ৯ লাখ টাকার বেশি পুরস্কার জিতেছেন।
তার ভাষ্যমতে “আমার মা এক মাস ধরে ICU রয়েছেন। অর্থের অভাবে মাকে একটি ভালো প্রাইভেট হাসপাতালে ভর্তি করানোর মত আমার যথেষ্ট পরিমাণ অর্থ ছিল না, আমি রেফেল ড্র জিতে সত্যিই আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমার ভাই চট্টগ্রামে আছে তাকে বলেছি আমার মায়ের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবার ব্যবস্থা করতে , আমি মায়ের জন্য এখানে বসে এর চেয়ে বেশি আর কি করতে পারি।
সম্পাদনা: এম আই।
Discussion about this post