সংযুক্ত আরব আমিরাতে অবৈধ লোকদেরকে ঘর ভাড়া বা আশ্রয় প্রদান করলে ১ লাখ দিরহাম জরিমানার যে বিধান করেছিল, বর্তমানে তা কার্যকর হয়েছে।
দুবাই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (জিডিআরএফএ) তাদের সোশ্যাল মিডিয়া পেজে আমিরাতের অধিবাসীদের জন্য এই সতর্কতা মূলক বার্তাটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বেআইনি বসবাসকারীদেরকে ভাড়া বা আশ্রয় দেয়া হলে ১ লাখ দিরহাম জরিমানা করা হবে।
সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি ‘আপনার স্থিতি সংশোধন দ্বারা নিজেকে সুরক্ষিত করুন’ এই প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় আমিরাতে অবৈধ বাসিন্দাদের সাধারণ ক্ষমার সুযোগ করে দেয়া হয়েছিল। দীর্ঘ পাঁচ মাস সময়ের মধ্যে অবৈধরা জরিমানা বা আইনি সমস্যা ছাড়া বৈধ হয়েছে বা নিজ দেশে চলে গিয়েছে।
গত বছরের ১ আগস্ট থেকে পাঁচ মাস সাধারণ ক্ষমার সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমার সময় শেষ হয়েছে। তাই সারা আমিরাতে অবৈধ বাসিন্দা ও আইন লঙ্ঘনকারীদের কঠোর বিচারের আওতায় আনা হবে।
সম্পাদনা : এম আই।
Discussion about this post