দুবাই থেকে হংকং যাওয়ার পথে একটি এমিরেটস স্কাইকার্গো বিমান (ACT Airlines দ্বারা পরিচালিত) সোমবার ভোরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ে যায়, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, AirACT লিভারিযুক্ত বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি আংশিকভাবে পানিতে ডুবে আছে, নিকটবর্তী সমুদ্র দেয়ালের পাশে। বিমানের ইমার্জেন্সি স্লাইড মোতায়েন করা হয়েছে এবং সামনের ও পেছনের অংশ আলাদা হয়ে গেছে।
বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে রানওয়ের কাছে থাকা একটি গ্রাউন্ড ভেহিকলকে বিমানটি আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে, এবং সেই গাড়িতে থাকা দুজন মারা গেছেন, জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট, পুলিশ সূত্র উদ্ধৃত করে।