সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লটারিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে লাকি ডে ড্রতে ২৫১০১৮ নম্বরের সৌভাগ্যবান টিকিটধারী ব্যক্তি সবগুলো নম্বর মেলাতে সক্ষম হয়ে জিতে নিয়েছেন দেশটির ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ জ্যাকপট পুরস্কার ১০ কোটি দিরহাম।
ইউএই লটারি সামাজিক মাধ্যমে জানিয়েছে, ২৩তম ড্রতে সঠিক ৭টি নম্বর মিলিয়ে বিজয়ী হয়েছেন ওই টিকিটধারী। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জেতা নম্বরগুলো হলো: ৭, ১০, ১১, ১৮, ২৫, ২৯ (দৈনিক সেট) এবং ১১ (মাসিক সেট)।
জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ৮৮ লাখ ৩৫ হাজার ৩৭২টি টিকিটের মধ্যে ১টির।
লাকি ডে ড্র প্রতি দুই শনিবার ইউটিউবে অনুষ্ঠিত হয়। এই ড্রতে আরও ৭ জন টিকিটধারী নিশ্চিতভাবে পান ১ লাখ দিরহামঅ এ ছাড়া, এদিন আরও ৩ জন পান একই অঙ্কের তৃতীয় পুরস্কার।
ইউএই লটারির নিয়ম অনুযায়ী, বড় পুরস্কার দাবি করতে হলে বিজয়ীকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। সফল যাচাই শেষে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
যদি একাধিক টিকিটধারী সঠিক নম্বর মেলান, তবে জ্যাকপট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ১৮০ দিনের মধ্যে পুরস্কার দাবি না করলে তা বাতিল হয়ে যাবে।
সূত্র: গালফ নিউজ