ভারতের জি বাংলা টিভির রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় এখনও সাফল্য ধরে রেখেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। দুই বাংলার টিভি দর্শকের পাশাপাশি অনুষ্ঠানে বিচারকদেরও মন জয় করে নিয়েছেন এই তরুণ।
বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় গানগুলোই নোবেলের কণ্ঠে বারবার উঠে এসেছে। ‘সারেগামাপা’র এবারের আসর শেষ হওয়ার আগেই নোবেলকে নিয়ে চমক লাগানো অনেক কিছু হচ্ছে, সম্প্রতি তিনি কলকাতার একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বলে জানা গেছে। ‘ভিঞ্চি দা’ নামে এই সিনেমা নির্মাণ করেছেন কলকাতার শীর্ষস্থানীয় পরিচালক সৃজিত মুখার্জি। আগামী এপ্রিল বা জুন মাসে এটি প্রেক্ষাগৃহে আসবে।
মাস কয়েক আগেও মাঈনুল আহসান নোবেলের নামটি তার পরিবার আর বন্ধু-বান্ধব ছাড়া কেউ জানতো না। অথচ এ তরুণের পরিচিতি এখন নিজের দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষীদের মাঝেও ছড়িয়ে পড়েছে। নোবেলের পরিবেশনায় জেমসের ‘বাবা’ গানটি সবার মন জয় করেছে। রাতারাতি সেটা ভাইরাল হয়ে যায়।
নোবেলের দরদ মাখা কণ্ঠ আর দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে গানগুলো দারুণ জনপ্রিয়তা পাচ্ছে । যার ফলে প্রতিটি গানই ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভাবেই সাফল্যের পথ ধরে এগিয়ে চলেছেন নোবেল। আর এহেন সাফল্যকে সঙ্গী করে তিনি যেন ‘সারেগামাপা’য় বিজয় ছিনিয়ে আনতে পারেন সে প্রত্যাশা দেশের সব সঙ্গীতপ্রেমীর।
ধারাবাহিক সাফল্যের কারণে ZEE বাংলার প্রচারনায় কলকাতা শহরে স্থান পাচ্ছে নোবেলের ছবি সম্বলিত বিলবোর্ড।
সম্পাদনা : এম আই।
Discussion about this post