সেলিব্রেটিবিডি:
সময়ে ইউটিউবে সবচেয়ে বেশি ঝড় তোলা গান হচ্ছে ‘অপরাধী’। খুব অল্প সময়েই সবার কাছে পরিচিত পেয়ে যান গানটির স্রষ্টা আরমান আলিফ।
এবার ঈদ উপলক্ষে এই গায়কের নতুন একটি গান প্রকাশ পেতে যাচ্ছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘নেশা’ শিরোনামের গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজনও আলিফের। গানটি প্রকাশ পাবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, গানটির কথা ও সুরের নেশায় আবিষ্ট হয়ে আমি গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি এবারের ঈদে ‘নেশা’ গানটি সঙ্গীতপ্রেমীদের বাড়তি আনন্দ জোগাবে।
সেলিব্রেটিবিডি/এনিজিটি
Discussion about this post