ফেনী শহরের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে রবিবার শিক্ষাসামগ্রী (স্কুল ব্যাগ, খাতা, কলম) বিতরণ করেছে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব। সেপ্টেম্বর মাস রোটারীর বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মাস, ক্লাবটি জন্মলগ্ন থেকেই প্রত্যেক রোটাবর্ষে এ প্রকল্প অব্যাহত রেখেছে। শিক্ষাসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট মিয়া মো: করিমুল হক।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আতিক উল্যাহ ফয়সাল, জোনাল কো-অর্ডিনেটর পদ্মাজোন জালাল উদ্দিন বাবলু, এসিস্টেন্ট গভর্নর পদ্মাজোন মোমিনুল হক চৌধুরী, মো: হানিফ মজুমদার মিন্টু, বলরাম দেবনাথ, প্রধান শিক্ষক তনুশ্রী দত্ত, সাবেক ছাত্র পরিষদ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেক্রেটারী মো: ছানা উল্যাহ টুটুল। এছাড়া অনুষ্ঠানে সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, ইমন উল হক, রিপন চন্দ্র দাশ, স্কুল পরিচালনা কমিটির সদস্য, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিবাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে সাবেক ছাত্র পরিষদ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন। সার্ভিস প্রজেক্টটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম চঞ্চল। আগামী রোটাবর্ষগুলোতে ও ক্লাবের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম আব্যাহত রাখা হবে মর্মে আশা ব্যক্ত করা হয়।
Discussion about this post