ফেনী শহরের শহীদ শহীদুল্যাহ কায়সার সড়কে মেডিস্ক্যান হাসপাতালের পেছনে একটি বাসায় শিশু গৃহপরিচারিকাকে অমানুষিক নিযাতনের অভিযোগে গৃহকতী লাভলী আক্তার (৪২) কে গতকাল সোমবার সন্ধায় আটক করেছে পুলিশ ।নিযাতিতা মেয়েটি ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানান , বিগত রমজানের পর থেকে বৃষ্টি (১২) ইতালি ভবনের ওই বাসায় গৃহপরিচারিকার কাজ নেয় ।সে পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ।
গৃহকতীর অমানুষিক নিযাতন সইতে না পেরে মেয়েটি সোমবার সকালে পালিয়ে যায় ।এক ব্যাক্তির সহায়তায় বিকালে শহরের মেডিনোভা হাসপাতালে গোপনে চিকিৎসার জন্য আসলে ঘটনাটি জানাজানি হয়ে যায় । মেয়েটির সারা শরিরে আঘাতের চিহৃ ।খবর পেয়ে পুলিশ বৃষ্টিকে ওই হাসপাতাল থেকে নিয়ে যায় ।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম ফেনীর সময়কে জানান, মেয়েটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।পুলিশ তাৎক্ষনিক গৃহকতী লাভলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।সে দাগনভূঞা উপজেলার নারায়নপুর গ্রামের জহির উদ্দিনের স্ত্রী । লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান
Discussion about this post