বুধবার ইতালির লেক কমোতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর সিংহ ও দীপিকা পাডুকোন। ইতালির লেক কোমোতে বিয়ে সম্পন্ন হবে। তারপরে মুম্বাই ও বেঙ্গালুরুতে রিসেপশন পার্টি দীপ-বীরের।বিয়ের পরে মুম্বাইয়ে দীপিকার ফ্ল্যাটেই সংসার বসবে দীপ-বীরের। সেই সংসার যে বিলাসিতায় ভরা হবে, তা বলাই বাহুল্য।
অর্থাৎ দীপ-বীরের রোজগারের বড় অংশই আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে। ‘পদ্মাবৎ’ (২০১৮) ছবিতে অভিনয়ের পর থেকে ছবিপ্রতি রণবীর সিংহের উপার্জন ১৩ কোটি টাকা। দীপিকা একটি ছবির জন্য নেন ১০-১২ কোটি টাকা।ভারতীয় ওই সংবাদমাধ্যমটি বলছে, রোজগার ও স্থাবর সম্পত্তি মিলিয়ে দীপিকা ও রণবীর একসঙ্গে এই মুহূর্তে ২৩৮ কোটি টাকার মালিক।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post