যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত যুবক হাবিবুর মাসুমকে (২৭) ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জুলাই) ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।ঘটনাটি ঘটে গত বছরের ৬ এপ্রিল। সে দিন শহরের কেন্দ্রস্থলে মাসুম তার স্ত্রী কুলসুমা আক্তারকে (২৭) প্রকাশ্যে অন্তত ২৬ বার ছুরিকাঘাত করেন। ঘটনার সময় তাদের সাত মাস বয়সী শিশুপুত্রটি পাশে বসা ছিল, তবে সে অক্ষত অবস্থায় রক্ষা পায়।আদালতে মামলার শুনানিতে উঠে আসে, হত্যাকাণ্ড ঘটানোর আগে মাসুম ভুয়া ফেসবুক পোস্টে দেখান যে তিনি স্পেনে অবস্থান করছেন। কিন্তু গোপনে ব্র্যাডফোর্ডে এসে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা ঘটান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি এলাকাটি ঘুরে ঘুরে নজরদারি করেন এবং স্ত্রীর সঙ্গে দেখা করতে জিপি অ্যাপয়েন্টমেন্টের ভুয়া বার্তা পাঠান। একপর্যায়ে কুলসুমাকে ভয়ভীতিও দেখান।
হত্যার দিন কুলসুমা এক বান্ধবীর সঙ্গে হাঁটছিলেন। মাসুম এসে তাদের পথরোধ করেন এবং কুলসুমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় তিনি পকেট থেকে ছুরি বের করে একের পর এক আঘাত শুরু করেন। হামলার সময় তিনি শুধু ছুরিকাঘাতে ক্ষান্ত থাকেননি, বরং কুলসুমাকে মাটিতে ফেলে লাথি মারেন এবং গলা কাটেন বলে আদালতে সিসিটিভি ফুটেজে প্রমাণ মেলে।
মাসুম আদালতে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ অস্বীকার করে ‘ম্যানস্লটার’ বা অনিচ্ছাকৃত হত্যার কথা স্বীকার করেন। তবে বিচারক তাকে পরিকল্পিত ও বর্বরোচিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। একইসঙ্গে তাকে স্ত্রীর ওপর আক্রমণ, ভয় দেখানো, অনুসরণ এবং জনসমক্ষে অস্ত্র বহনের দায়েও দোষী সাব্যস্ত করা হয়।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, “এই হত্যাকাণ্ড ছিল নিষ্ঠুর ও নির্দয়। আপনি (মাসুম) প্রকাশ্যে, মানুষের চোখের সামনে আপনার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছেন। এটি ছিল একটি সুপরিকল্পিত অপরাধ, যা সমাজে ভয়ের বার্তা দেয়।
Discussion about this post