সেলিবেটিবিডি:
বয়স যে শুধু একটি সংখ্যা, সে কথাটাই বারবার প্রমাণ করে চলেছেন হলিউড অভিনেত্রী মনিকা বেলুচ্চি। দেখতে দেখতে জীবনের ৫৪তম বছরে পা রাখলেন এই ইতালিয়ান সুন্দরী। ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি বয়সে বন্ড গার্ল হওয়ারও প্রাপ্তি।
মাত্র ১৩ বছর বয়সে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মনিকা। ১৩ বছরের সে বালিকারই হলিউডে অভিষেক ঘটে ১৯৯০ সালে। এরপর থেকে একের পর এক চমক সৃষ্টি করে গেছেন এ সুন্দরী তারকা। সর্বশেষ ২০১৫ সালে অভিনয় করেছিলেন জেমস বন্ড সিরিজের ছবি ‘স্পেকটার’ এ।
এছাড়া মনিকা অভিনীত দ্য ম্যাট্রিক্স ও ম্যালেনা ছবি দুইটি হয়েছিল দর্শকনন্দিত। বিশ্বের সবচেয়ে সুদর্শন নারীর তালিকায় মনিকা বেলুচ্চি রয়েছেন সবার উপরে। ২০১৩ সালে স্বামী ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দেই দিন কাটাচ্ছেন মনিকা।
সেলিবেটিবিডি/ এনজেটি
Discussion about this post