সেলিব্রেটিবিডি:
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন স্টেজ শো নিয়েও ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এ জন্য আজ (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া যাচ্ছেন তিনি।
সেখানে বসবাসরত বাঙালি কমিউনিটিরই উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ অংশ নেবেন ঢালিউড কুইন। দেশটির রাজধানী সিউলে আনসান ওয়া স্টেডিয়ামে আগামী ২৩ সেপ্টেম্বর এটি হবে।যাওয়ার আগে অপু বিশ্বাস জানালেন, অভিনয় নয়, এখানে তিনি নাচে অংশ নেবেন।
তিনি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি নিয়মিত আমি স্টেজ শোগুলো করছি। বেশ ভালো এক অভিজ্ঞতা হয় এতে। সেকারণেই দুবাই থেকে ফিরেই এখন দক্ষিণ কোরিয়া যাচ্ছি।’অপু অনুষ্ঠানের পরের দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এর আগে গত সপ্তাহে দুবাইয়ে স্টেজ শো করেছে এসেছেন।
এদিকে অপু বিশ্বাস এরই মধ্যে প্রায় শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ এবং কলকাতার শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা চলচ্চিত্র ‘শর্টকাট’-এর কাজ । শিগগিরই তিনি শুরু করবেন রবিন খানের পরিচালনায় ‘কানাগলি’ ছবির শুটিং।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post