চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রবাসে থেকে অংশ নেন ৪২৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৩৭৩ জন। সে হিসাবে পাসের হার ৮৭ দশমিক ৩৫ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল পর্যালোচনায় দেখা যায়, এ বছর ৮টি বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বসেন ৪২৭ জন। তাদের মধ্যে পাস করেন ৩৭৩ জন এবং ৫৪ জন শিক্ষার্থী ফেল করেছেন। একটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।
এবারও ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সে হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।
Discussion about this post