জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফেনী জেলা পর্যায়ের খেলায় ফাইনালে মুখোমুখি হবে দুই স্বাগতিক পৌরসভা ও সদর উপজেলা দল। শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে গতকাল বুধবার সেমিফাইনালের প্রথম খেলায় ফেনী সদর উপজেলা বনাম ছাগলনাইয়া উপজেলা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ছাগলনাইয়াকে ৪-২ গোলে হারিয়ে ফেনী সদর উপজেলা দল ফাইনালে উত্তীর্ণ হয়। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ফেনী পৌরসভা দল বনাম সোনাগাজী উপজেলা দল। খেলায় ফেনী পৌরসভা দল ১-০ গোলে সোনাগাজী উপজেলা দলকে হারিয়ে ফাইনালে পৌছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগীতায় টুর্ণামেন্টের আয়োজন করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। আজ বৃহস্পতিবার খেলার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীল আলম সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম ও পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
Discussion about this post