সেলিব্রেটিবিডি:
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বলিউড অভিনেত্রীদের একজন সানি লিওন। এখানে প্রায় তাকে এমনই সব ভিডিও শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত শনিবার মুম্বাই বিমানবন্দরের একটি ভিডিও প্রকাশ করেছেন সাবেক এই পর্নস্টার।
ভিডিও দেখা যাচ্ছে, সানি তার দলের সাথে পাঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচ করছেন। সুপারস্টার দালের মেহেদীর গান “বোলো তারা রারা” গানে জমিয়ে নাচ করছেন তিনি। সানিকে দেখে শেষ পর্যন্ত তাঁর দলের অন্য সদস্যরাও নেচেছেন এই গানে। একই সঙ্গে এই ভিডিওটি পোস্ট করে, সানি ঘোষণা করেছেন যে তিনি এবং তাঁর দল পাগলামি করতে পারলে আর কিছু চান না।
বর্তমানে সানি লিওন তার ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর’ সিজন টু-এর প্রচারে ব্যস্ত। সানি লিওনের আগের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই শোয়ের প্রথম পর্ব সফল হয়েছে। সিজন টু-এর প্রচারও খুব আকর্ষণীয়। আগামীকাল জি-৫ এ প্রিমিয়ার হবে এই শোয়ের।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post