ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলায় রুটিন প্রশিক্ষণ মিশনের সময় এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন।
ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ রাজস্থানের চুরু জেলার কাছে একটি জাগুয়ার ট্রেইনার বিমান রুটিন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনাস্থলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।’দুপুর ১টা ২৫ মিনিটের দিকে চুরুর রাজলদেশর থানার অন্তর্গত ভানোদা গ্রামের একটি কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি আদালতীয় তদন্ত (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করেছে বিমানবাহিনী। বিমানবাহিনী নিহত পাইলটদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে বলেছে, এই দুঃসময়ে তারা শোকাহত পরিবারের পাশে রয়েছে
Discussion about this post