টাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে আটক ছাত্রদল নেতা মৃদুল হাসানকে বহিষ্কার করেছে সংগঠনটি। তিনি শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার শাহজাহান সিরাজ কলেজে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় নকল সরবরাহ করতে গিয়ে ধরা পড়েন মৃদুল হাসান।কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করলে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।
এদিন সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা ভঙের অভিযোগে টাঙ্গাইল জেলা শাখার অধীনস্থ কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ অনুমোদনে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। এ ছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে মৃদুল হাসানের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ১৩৩ টাঙ্গাইল-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বেনজির আহমেদ টিটো জানান, কালিহাতীতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধের সঙ্গে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে, অপরাধী যেই হোক।
Discussion about this post