ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) ঈদুল আজহা পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটি। দেশটির জাতীয় জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা করেছে, ২৮ মে বুধবার জিলহজ মাসের প্রথম দিন এবং ৬ জুন (শুক্রবার) ঈদুল আযহা পালিত হবে।ঈদুল আজহা, মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা জিলহজ মাসের ১০ তারিখে উদ্যাপিত হয়। এই দিনে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে স্মরণ করে হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগকে, যিনি আল্লাহর নির্দেশে তার পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।
এই উৎসব মুসলিমদের মধ্যে আত্মত্যাগ, কৃতজ্ঞতা এবং ঐক্যের শিক্ষা ছড়িয়ে দেয়। সারা বিশ্বের মুসলিমরা আনন্দের সঙ্গে এই উৎসব করে থাকেন।
Discussion about this post